
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: মে ২০, ২০২৫ থেকে শুরু হচ্ছে ‘কিং’-এর শুটিং, আর ঠিক তার আগেই এল বড় খবর—জ্যাকি শ্রফ নাকি যুক্ত হয়েছেন শাহরুখের এই ছবির সঙ্গে। সূত্রের খবর, ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ জ্যাকি শ্রফকে ছবির প্রেক্ষাপট ও চরিত্রের খসড়া শোনান এবং জ্যাকি নাকি এক মুহূর্তও না ভেবে সম্মতি দেন। সেই হিসাবে এক ছবিতে ফের একসঙ্গে হাজির হতে চলেছেন বলিপাড়ার বিখ্যাত জুটি অনিল-জ্যাকি! এর আগে ‘ত্রিমূর্তি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জ্যাকি-অনিল এবং শাহরুখ।
জোর ফিসফাস, জ্যাকি শ্রফ নাকি ভীষণই উচ্ছ্বসিত শাহরুখ খানের সঙ্গে এই অ্যাকশন ও থ্রিলার ঠাসা ছবিতে যুক্ত হতে পেরে। জ্যাকির মতে, শাহরুখ খান ভারতের সবচেয়ে বড় ও উদারপ্রাণ প্রযোজকদের মধ্যে একজন। এই ছবিতে অনিল কাপুর থাকছেন শাহরুখের 'হ্যান্ডলার' হিসেবে, যদিও জ্যাকি শ্রফের চরিত্র নিয়ে এখনও রহস্য বজায় রাখা হয়েছে। তবে বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, তাঁকে নাকি এক একদম নতুন ও চমকে দেওয়া এক রূপে দেখা যাবে!
মুম্বইয়ে ২০ মে নাগাদ শুরু হচ্ছে শুটিং। এরপর ছবির পরবর্তী ধাপ চলবে ইউরোপে। বলিউডে বহুদিন বাদে এমন হাই-ভল্টেজ অ্যাকশন ছবি তৈরি হচ্ছে, যেখানে স্টাইল আর র-অ্যাকশন থাকবে সমান তালে। এই ছবির মাধ্যমে পর্দায় প্রথমবার একসঙ্গে আসছেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানও। ছবির পরিচালনায় রয়েছেন ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। চিত্রনাট্য লিখেছেন ‘কাহানি’-খ্যাত সুজয় ঘোষ। আর কাস্ট? শাহরুখ এবং জ্যাকি ছাড়াও একেবারে অল-স্টার লাইনআপ—অনিল কাপুর, সুহানা খান, অভিষেক বচ্চন (খলচরিত্র হিসেবে), অভয় বর্মা, আরশাদ ওয়ারসি, আর অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের আশা, সবমিলিয়ে ‘কিং’ হতে চলেছে বলিউডের পরবর্তী ব্লকবাস্টারের অন্যতম দাবিদার—গ্লোবাল প্রোডাকশন ভ্যালু, দুর্দান্ত কাস্টিং আর হাই-অকটেন অ্যাকশনে মোড়া এক দুরন্ত অভিজ্ঞতা। মুক্তি টার্গেট করা হয়েছে ২০২৬-এর অক্টোবর থেকে ডিসেম্বরের কোনও এক সপ্তাহে।
আচমকা পিছিয়ে গেল মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ আর ‘সিক্রেট ওয়ার্স’-এর মুক্তি! কেন জানেন?
বড়পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি! হরনাথ চক্রবর্তীর পরিচালনায় আসছে কোন ছবি?
‘ছবিতে অভিনয় করতে চাইলে বিছানায় শয্যাসঙ্গী হতে হবে…’ বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক সোফি চৌধুরী!
চুক্তিভঙ্গের জন্য চড়া মূল্য দিতে হবে— পরেশ রাওয়ালের বিরুদ্ধে হুঁশিয়ারি অক্ষয় কুমারের আইনজীবীর!
কোভিড ১৯-এর কোপ পড়ল এবার বাঙালি অভিনেত্রীর উপর! থেরাপিস্টের চরিত্রে বিদ্যা বালান?
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?